৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিতে প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারী হজযাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে হজে যাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, হজ ২০২৬-এর জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সম্পূর্ণ অর্থ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবশ্যকভাবে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজ ২০২৬-এর যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের পূর্ণ অর্থ এখনো জমা দেননি, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট সমুদয় অর্থ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা না দিলে তাঁর হজে যাওয়ার সুযোগ অনিশ্চিত হয়ে পড়বে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে