রেড সি ফেস্টে ‘উমরাও জান’-এর বিশেষ প্রদর্শনী, আজীবন সম্মাননায় রেখা
সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর, আর এবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা পেলেন তার দীর্ঘ চলচ্চিত্রজীবনের মহিমান্বিত স্বীকৃতি। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হলো আজীবন সম্মাননা।
৪ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। রেখা ৭ ডিসেম্বর উৎসবে যোগ দেন, আর তিনি উপস্থিত থাকায় আয়োজনে হয় তার কালজয়ী চলচ্চিত্র ‘উমরাও জান’ (১৯৮১)- এর বিশেষ প্রদর্শনী। ফেস্টিভ্যালের ট্রেজার স্ট্যান্ড সেকশন-এ দেখানো হয় ছবিটি, যেখানে পুনরুদ্ধার করা ক্লাসিক ও ইতিহাসে ছাপ রেখে যাওয়া চলচ্চিত্রগুলো স্থান পায়।
প্রদর্শনের সময় অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ- দর্শক, চলচ্চিত্র সমালোচক, আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের তারকা ও মিডিয়া–সবার করতালিত অভ্যর্থনায় সিক্ত হন রেখা। উপস্থিত ছিলেন ছবির পরিচালক মুজাফফর আলীও। পাশাপাশি স্মরণ করা হয় কিংবদন্তি সুরকার খয়্যাম–এর পরিবারকে, যার সুর ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।
মঞ্চে বক্তব্য দিতে গিয়ে রেখা বলেন,
'আমি খুব বেশি কথা বলি না। ‘উমরাও জান’-এ আমার সংলাপ চোখের ভাষায় প্রকাশ পেয়েছিল। মা বলতেন—নিজের অর্জন নিয়ে নয়, এমন জীবন বেছে নাও, যা দেখে মানুষ কিছু শিখতে পারে। সেই শিক্ষা থেকেই আজ এখানে আসা।'
তিনি আরও বলেন, 'নীরবতার শক্তি শব্দের চেয়েও গভীর। আজকের এই ভালোবাসা আমি উৎসর্গ করছি আমার ভক্ত, বন্ধু ও পরিবারকে। সব অনুভূতি শব্দে নয়, ভালোবাসায় প্রকাশ পায়- এবং সেই ভালোবাসা অনেক সময় নীরব হয়েও প্রবল।'
উল্লেখ্য, ‘উমরাও জান’ মুক্তি পায় ১৯৮১ সালের ২ জানুয়ারি। ছবির ফোক রিস্টোরড ভার্সন ২০২৫ সালের ২৭ জুন পুনরায় মুক্তি পায়।
ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর ফিন হ্যালিগান বলেন, "রেখা শুধু ভারতীয় সিনেমার অংশ নন- তিনি নিজেই একটি পরিচয়। বহুবার নিজেকে নতুন করে উপস্থাপন করেছেন। ‘খুবসুরত’, ‘খুন ভরি মাঙ্গ’, ‘ইজাজত’, ‘লজ্জা’, ‘জুবেইদা’- এসব কাজ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।”
তিনি বলেন, 'রেখার কণ্ঠ, অভিব্যক্তি ও শিল্পের প্রতি নিবেদন তাকে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে