Views Bangladesh Logo

'জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, সবাই বাংলাদেশি'

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, সবাই বাংলাদেশি এবং সকলের অংশগ্রহণের মাধ্যমেই সমৃদ্ধশালী দেশ গঠন সম্ভব।

মঙ্গলবার স্বরূপকাঠী পৌরসভা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার সময় একথা বলেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে মনোনয়ন প্রাপ্ত ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

তিনি বলেন, 'সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। অধিকার আদায়ের স্বার্থে দেশের সব আন্দোলনই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মজলুম জনতার আন্দোলন।'

তিনি আরো বলেন, 'আমি প্রয়াত মন্ত্রী মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মঞ্জুরের সন্তান। আমি এবং আমার পরিবার অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। দেশ প্রেমের সর্বোচ্চ শক্তির নাম জাতীয়তাবাদী শক্তি। সকল ভেদাভেদ
ভুলে আমরা সকল ধর্মের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আপোষহীন নেত্রী, গনতন্ত্রের জননী খালেদা জিয়ার মার্কা ধানের শীষকে বিজয়ী করতে পারি, তবে দেশ নায়ক তারেক রহমান একটি সমৃদ্ধশালী দেশ গঠন করতে পারবেন।'

স্বরূপকাঠী মন্দির কমিটির সভাপতি উৎপল সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র, বিএনপি নেতা শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, সাধারন সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ। উক্ত মত বিনিময় সভা সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারন সম্পাদক মানিক লাল দত্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ