নগদ লেনদেন কমালে দুর্নীতি হ্রাস পাবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর বলেছেন, নগদ লেনদেন কমানো স্বাভাবিকভাবেই দুর্নীতি কমাবে এবং আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে।
সোমবার বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বিষয়ক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
গভর্নর বলেন, ২০২৭ সালের মধ্যে ১৩টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ডিজিটাল ব্যাংকিং, ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসহ (এনবিএফআই) সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে লেনদেন করতে পারবে।
ড. মনসুর আরও বলেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে। দেশের পুরো জনগোষ্ঠী এই ব্যবস্থার আওতায় এলে অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হবে, কর আদায় বাড়বে এবং দুর্নীতি হ্রাস পাবে।
তিনি আরও জানান, ২০২৭ সালের মধ্যে সব এমএফএস, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে তাৎক্ষণিক ও নির্বিঘ্ন লেনদেন সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে