পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড এলার্ট জারি
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড এলার্ট জারি করেছে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছে তারা। তাকে ধরতে যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সব কটি ইউনিট।
থানার একাধিক সূত্র জানিয়েছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালান শাহ আলম।
শুক্রবার (১০ জানুয়ারি) এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান কোন মন্তব্য করতে চান নি।
পুলিশ জানায়, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সবগুলো ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় ওসি শাহ আলমকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ । বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এরইমধ্যে তিনি কৌশলে পালিয়ে যান।
জানা গেছে, অভ্যুত্থানের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। এর আগে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে