Views Bangladesh Logo

পাচার হওয়া সম্পদ উদ্ধার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে: প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের বিষয়টি বর্তমানে সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের অবৈধভাবে পাচার হওয়া সম্পদ উদ্ধারের বিষয়টি আমাদের শীর্ষ অগ্রাধিকারের একটি। গত ১৫ বছরে শত শত কোটি ডলার দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা এসব সম্পদ ফেরত আনার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছি, তবে আইনি জটিলতা ও স্বাগতিক দেশগুলোর প্রতিবন্ধকতার কারণে অগ্রগতি ব্যাহত হচ্ছে। তাদের সদিচ্ছা ছাড়া আমরা সফল হতে পারব না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বৈশ্বিক আর্থিক ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধ সম্পদ পাচার ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের নিয়মই বিপুল অর্থ ট্যাক্স হ্যাভেনে পাচারে উৎসাহিত করছে। তাই আমি আহ্বান জানাচ্ছি যেসব দেশ ও প্রতিষ্ঠান এই সম্পদের আশ্রয়দাতা, তারা যেন এই অপরাধে সহযোগী না হয়। বরং এগুলো ফেরত দিয়ে প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় যারা কৃষক, শ্রমিক ও সাধারণ করদাতা।’

গত বছরের বক্তব্যের কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, ‘আমি এই মহান পরিষদের সামনে দাঁড়িয়েছিলাম এক গণঅভ্যুত্থান-অভিজ্ঞ জাতির আকাঙ্ক্ষা তুলে ধরতে। আজ আমি দাঁড়িয়েছি জানাতে এই পরিবর্তনের যাত্রায় আমরা কতদূর এগিয়েছি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘বিশ্বের প্রতি ১০০ জন মানুষের প্রায় ৩ জন বাংলাদেশে বাস করে। যদিও বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ, কিন্তু এর আসল তাৎপর্য হলো সাধারণ মানুষের অসাধারণ শক্তির প্রতি বিশ্বাস জাগানো এবং বিশ্ববাসীকে এ আশ্বাস দেওয়া যে, কোনো সংকটই অমীমাংসিত নয়।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ