Views Bangladesh Logo

ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে দোকান ধস, সড়ক প্লাবিত

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২৪ ঘণ্টায় ফেনী জেলায় ২৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

মঙ্গলবার সকালে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২-৩ দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে।

ভারী বৃষ্টির কারণে ফুলগাজী বাজার এলাকার শ্রীপুর রোডের কাছে মুহুরী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি দোকান ধসে পড়েছে। বন্যার পানিতে নিলক্ষী-গাবতলা সড়ক তলিয়ে যাওয়ায় এবং ধ্বংসাবশেষ পড়ে থাকায় সেই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ ছাড়া ফেনী শহরের ডক্টরপাড়া, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড ও পেট্রোবাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে এসব এলাকার বাসিন্দার দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে মঙ্গলবার সকাল থেকে সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

এ অবস্থায় ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, মুহুরী নদীর পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে। তবে আরও বৃষ্টিপাত হলে তা বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, নদী ভাঙন প্রতিরোধে এবং জননিরাপত্তায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ