পর্তুগালে অ্যাডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা, প্রবাসীদের ঐক্যের অঙ্গীকার
পর্তুগালে সফররত হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদকে প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা দিয়েছেন। মঙ্গলবার (২ অক্টোবর) লিসবনের দিজাজ রেস্টুরেন্টে প্রবাসী সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রনি হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স)। প্রবাসী সমাজের নেতৃবৃন্দ ও পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, ডাল্টন জহির, জামিল আকবর শামীম, জামাল আহমদ, শামিম আহমদ ,আশরাফ আহমদসহ প্রবাসী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অ্যাডভোকেট মনজিল মোরশেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনস্বার্থমূলক মামলা, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিতেও কার্যকর ভূমিকা রাখবেন।
অ্যাডভোকেট মনজিল মোরশেদ তার বক্তব্যে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রেমিট্যান্স নির্ভর অর্থনীতি টিকিয়ে রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। তিনি প্রবাসীদের সমস্যা সমাধান ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে প্রবাসী নেতৃবৃন্দ প্রবাসী সমাজকে আরও সুসংগঠিত করার এবং বাংলাদেশ ও প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে