Views Bangladesh Logo

নারী ফুটবলের বিদ্রোহের অবসান, মাঠে ফিরছেন সাবিনারা

বশেষে দুই সপ্তাহের বেশি সময় পর নারী ফুটবলের সংকটের নিরসন হলো। আজ রোববার (১৬ জানুয়ারি) বিদ্রোহের অবসান ঘটেছে।

আগেই বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, রোববার আবারও সাবিনাদের সঙ্গে বসবেন তারা। আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফলে স্বস্তি ফিরল দেশের নারী ফুটবলে।

ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ১৮ নারী ফুটবলার। এই কোচ থাকলে তারা খেলবেন না। এমনকি গণঅবসরের হুমকিও দেন তারা। এবার নিজেদের অটল অবস্থান থেকে সরে এসেছেন অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ নারী ফুটবলার। বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন তারা।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আজ মেয়েদের সঙ্গে আলোচনা করেছি। তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে।’

তিনি বলেন, ‘ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি। টিমও সেদিন চলে যাবে আরব আমিরাতে। এ সময় সিনিয়র মেয়েরাও (১৮ বিদ্রোহী ফুটবলার) চাচ্ছে একটা ছুটিতে যেতে। এটা তাদের জন্য একটা বিরতি বলতে পারেন। এরপর আবার তারা ক্যাম্পে ফিরবেন এবং অনুশীলন শুরু করবেন।’

আজ বৈঠকে মূলত নারী উইংয়ের প্রধান মেয়েদের দ্রুত অনুশীলনে ফেরার তাগিদ দেন। আলোচনার একপর্যায়ে অনড় অবস্থান পরিবতর্ন করেন। গত ৩০ জানুয়ারি কোচ বাটলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিল সাবিনারা। এর পরিপ্রেক্ষিতে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে চেয়ারম্যান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। সেই কমিটি তদন্ত শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপর কয়েক দফা বাফুফে সভাপতিও এই বিদ্রোহী ফুটবলারের অনুশীলনে ফেরার আহ্বান জানান।

আগামী ২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ আর আগামী ২ মার্চ একই দলের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে সাবিনা-মনিকাসহ ১৮ ফুটবলারের কেউ আমিরাত ম্যাচের স্কোয়াডে থাকছেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ