বাংলাদেশে ৫ বছর পূর্তি উপলক্ষে রিয়েলমির মিডিয়া নাইট অনুষ্ঠিত
বাংলাদেশে সফলতার পাঁচ বছর উদযাপন করতে প্রযুক্তিপণ্য নির্মাতা রিয়েলমি আয়োজন করে একটি বিশেষ "মিডিয়া গেট টুগেদার ইভেন্ট"। এই আয়োজনটি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সিক্স সিজনস হোটেলের স্কাই পুলে অনুষ্ঠিত হয়।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েলমির ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝাং। তিনি আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের পাঁচ বছরের পথচলা উদযাপন করল এবং মিডিয়ার সঙ্গে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করল।
এদিন মিডিয়া গেট টুগেদার ইভেন্টে নতুন প্রযুক্তি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রির সাম্প্রতিক প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এই ইভেন্ট প্রসঙ্গে রিয়েলমির ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝাং বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। এই পাঁচ বছরে আমরা গ্রাহকদের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞ। এই মিডিয়া গেট টুগেদার আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার একটি ঝলক তুলে ধরল এবং আমরা প্রযুক্তির মাধ্যমে কীভাবে আরও উদ্ভাবনী সেবা দিতে পারি, সে বিষয়ে আলোচনা হলো।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য বিক্রি করা নয় বরং তরুণদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি সহজলভ্য করা। মিডিয়া ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে আমরা নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চাই।"
বাংলাদেশের স্মার্টফোন বাজারে রিয়েলমির যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২০ সালে। যাত্রার শুরু থেকেই ব্র্যান্ডটি তরুণদের জন্য আধুনিক প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট বাজারজাত করে আসছে। প্রতিযোগিতামূলক দামের সঙ্গে উন্নতমানের হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয় করায় বাংলাদেশে রিয়েলমির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে