রংপুরে মবের শিকার রূপলালের মেয়ের বিয়ে

রংপুরের তারাগঞ্জে মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে মবের হাতে গণপিটুনিতে নিহত রূপলাল দাসের (৪০) মেয়ে নূপুরের বিয়ে সম্পন্ন হচ্ছে।
রোববার বিয়ে বাড়িতে গিয়ে দেখা যায়, শোকের আবহেই রূপলালের বাড়িতে চলছে বিয়ের আয়োজন। বিয়ের প্যান্ডেল, গেট, আত্মীয়-স্বজনদের আপ্যায়নের প্রস্তুতি সবই চলছে। জানা যায়, শনিবার (১ নভেম্বর) বিয়ের আগের দিন গায়ে হলুদ অনুষ্ঠানও হয়েছে।
এই বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়েই প্রাণ হারিয়েছিলেন রূপলাল। তারাগঞ্জ বাজারের চর্মকার (জুতা মেরামতকারী) রুপলাল ও তার আত্মীয় প্রদীপ দাসকে চুরির অপবাদে গত ১০ আগস্ট স্থানীয় জনতা পিটিয়ে হত্যা করে।
নিহত রূপলালের মেয়ে নূপুর রবিদাস বলেন, 'আমার বিয়ের আয়োজন হলেও মনের ভেতরে বাবা হারানোর কষ্টের স্রোত বইছে। বাবার হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদের গ্রেফতার করেনা।'
'আমি এখন পরের ঘরে চলে যাচ্ছি কী হবে আমাদের পরিবারের? এই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। বাবার হত্যাকারীদের গ্রেপ্তারসহ তাদের বিচার হলে মনে কিছুটা শান্তি পেতাম।'
রূপলালের ছেলে জয় রবিদাস বলেন, 'বাবা নেই বোনের বিয়ের পুরো কাজটা আমাকেই করতে হচ্ছে। অনেক টাকা-পয়সার দরকার। আমার মামা আমাদের অভিভাবক হিসেবে দেখাশোনা করছেন।'
রূপলালের স্ত্রী ভারতী রবিদাস বলেন, 'আমার ভাতিজি জামাই প্রদীপ রবিদাস ছিলেন পরিবারের অভিভাবকতুল্য একজন মানুষ। নূপুরের বিয়ের দিন-ক্ষণ ঠিক করার জন্যই ডাকা হয়েছিল। কিন্তু আমার স্বামী ও জামাইকে পিটিয়ে হত্যা করেছে কিছু মানুষ। আমি ছোট ছেলে-মেয়ে নিয়ে দিশাহারা। মেয়ে নূপুরের বিয়েতে অনেক টাকা লাগছে। ধার-দেনা করে বিয়ে পার করতে হচ্ছে।'
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা জানান, নুপুরের বিয়ের জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে এক লাখ টাকা এবং সমাজসেবা কার্যালয় থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও নুপুরের পড়াশোনার জন্য শিক্ষা ভাতা, ভারতী রবিদাসের জন্য বিধবাভাতা এবং জয়লালের ব্যবসার জন্য দোকান ঘরের বরাদ্দ করা হয়েছে।
গত ১০ আগস্ট তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলায় চুরির সন্দেহে স্থানীয়রা রূপলাল দাস ও প্রদীপ দাসকে পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর দুজনেই মারা যান। রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৫০০–৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে