বাংলাদেশে নির্মিত মিতসুবিশি এক্সপ্যান্ডার আনুষ্ঠানিক উদ্বোধন করলো র্যানকন
দেশের অটোমোবাইল শিল্পে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করলো র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে বাংলাদেশে নির্মিত মিতসুবিশি এক্সপ্যান্ডার। সাত আসনের এই ফ্যামিলি এসইউভি ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনে চালিত, যা জাপানি নির্ভরযোগ্যতা এবং দেশীয় উদ্ভাবনের এক অনন্য সমন্বয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের সম্মানিত রাষ্ট্রদূত সাইদা শিনইচি। আরও উপস্থিত ছিলেন র্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, মিতসুবিশি মোটরস কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যাংকিং ও করপোরেট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
র্যানকনের জন্য এই লঞ্চ একটি স্বপ্নপূরণের মাইলফলক। প্রতিষ্ঠানটি বাংলাদেশকে বৈশ্বিক গাড়ি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ৫২ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত র্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্তমানে উৎপাদিত হচ্ছে মিতসুবিশি মোটরস, মার্সিডিজ বেঞ্জ বাস চ্যাসি, সুজুকি মোটরসাইকেল, প্রোটন, জ্যাক, এলজি, তোশিবা সহ বিশ্বখ্যাত ব্র্যান্ড।
জাপান থেকে পাঠানো ভিডিও বার্তায় মিতসুবিশি মোটরস কর্পোরেশনের সিইও তাকাও কাতো বলেন, “এটি একটি দুর্দান্ত যাত্রার শুরু। ডুয়েল এসি সম্বলিত এক্সপ্যান্ডার মূলত আসিয়ান অঞ্চলের জন্য নির্মিত। বাংলাদেশে ফ্যামিলি-কার হিসেবে এর রয়েছে পরীক্ষিত সাফল্য। র্যানকনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও উন্নতমানের এবং নির্ভরযোগ্য গাড়ি তৈরির পথ প্রশস্ত করবে।”
অনুষ্ঠানে উপস্থিত মিতসুবিশি মোটরস কর্পোরেশনের ডিভিশন জেনারেল ম্যানেজার ইউতাকা ইয়ানো বলেন, “র্যানকন অটো ইন্ডাস্ট্রিজে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি এবং কঠোর মাননিয়ন্ত্রণ ব্যবস্থা। আধুনিক পেইন্ট শপ থেকে শুরু করে চূড়ান্ত অ্যাসেম্বলি পর্যন্ত প্রতিটি ধাপে মিতসুবিশির আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়। এ কারণেই বাংলাদেশে তৈরি এক্সপ্যান্ডার—নিরাপদ, নির্ভরযোগ্য এবং সুলভ মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। র্যানকন শুধু উৎপাদনেই নয়, সারাদেশে আফটার সেলস সেবা বিস্তারের মাধ্যমেও গ্রাহক সন্তুষ্টিতে দৃষ্টান্ত স্থাপন করেছে।”
প্রধান বক্তা হিসেবে র্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী বলেন, “গত ৫০ বছর ধরে আমরা মিতসুবিশি ব্র্যান্ডের অফিশিয়াল পরিবেশক। সরকারের বিনিয়োগ-বান্ধব নীতিমালা এবং মিতসুবিশির সহযোগিতায় আমরা এমন একটি শিল্পগড়ে তুলেছি, যেখানে দেশীয়ভাবে জাপানি প্রযুক্তির গাড়ি তৈরি হচ্ছে সাশ্রয়ী মূল্যে। আমাদের কারখানায় রয়েছে অত্যাধুনিক পেইন্ট শপ, অ্যাসেম্বলি লাইন এবং মিতসুবিশির তত্ত্বাবধানে প্রশিক্ষিত দক্ষ জনবল। প্রতিটি এক্সপ্যান্ডার গাড়ির সঙ্গে থাকছে ৫ বছরের ওয়ারেন্টি এবং ২ বছরের ফ্রি সার্ভিস। এছাড়া সারা দেশে ১১টি আফটার সেলস টাচপয়েন্টের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করছি।”
প্রধান অতিথি সাইদা শিনইচি বলেন, “এই উদ্বোধন শুধু একটি গাড়ির নয়—এটি বাংলাদেশের সঙ্গে জাপানের কৌশলগত অংশীদারিত্ব, প্রযুক্তি বিনিময় এবং দ্বিপাক্ষিক বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সংগীত তারকা ও ইনফ্লুয়েন্সাররা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ, যিনি মিতসুবিশি মোটরস বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনুষ্ঠানে অংশ নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে