চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী
চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে আগে থেকেই শক্ত ভিত গড়ে তোলে নাজমুল হোসেন শান্তর দল। পরে বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক পারফরম্যান্সে একপেশে ফাইনালে জয় নিশ্চিত করে রাজশাহী।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম। ইনিংসের তৃতীয় ওভারেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। নাইম শেখ ও মাহমুদুল হাসান জয় দ্রুত ফিরে গেলে পাওয়ার প্লের মধ্যেই ব্যাকফুটে চলে যায় শেখ মেহেদী হাসানের দল।
মিডল অর্ডারেও ধস থামেনি। জিমি নিশাম ও হাসান মুরাদের বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। অধিনায়ক শেখ মেহেদীসহ একাধিক ব্যাটার দ্রুত বিদায় নিলে ১২ ওভারে ৫ উইকেটে মাত্র ৭২ রানে পৌঁছায় দলটি।
একপ্রান্ত আগলে রেখে লড়াইয়ের চেষ্টা করেন ওপেনার মির্জা তাহির বেগ। তবে দলীয় ৯২ রানে তিনিও আউট হন। শেষদিকে উল্লেখযোগ্য কোনো জুটি না হওয়ায় ১৭তম ওভারেই চট্টগ্রামের ইনিংস শেষ হয়ে যায় ১১১ রানে।
রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্দো ৪টি ও হাসান মুরাদ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া জিমি নিশাম নেন ২টি এবং আব্দুল গাফফার সাকলাইন ১টি উইকেট। এ জয়ের মাধ্যমে রাজশাহী দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে