Views Bangladesh Logo

গোয়ালন্দে ওসির পর এবার ইউএনওকে বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

সির পর এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। তাকে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ২১ সেপ্টেম্বর অপরাহ্নে তিনি বর্তমান পদ থেকে অবমুক্ত (রিলিজ) হবেন।

বদলির বিষয়ে ইউএনও নাহিদুর রহমান বলেন, ‘এটি নিয়মিত রদবদলের অংশ। নতুন কর্মস্থলে আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।’

এর আগে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকেও বদলি করা হয়েছিল।

গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দে ঘটে যাওয়া এক সহিংস ঘটনার পর এই বদলির ঘটনা ঘটল। ওইদিন জুমার নামাজের পর একদল লোক পুলিশের ওপর হামলা চালায়, তিনটি সরকারি গাড়ি ভাঙচুর করে এবং নূরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে আগুন দেয়। এই হামলায় নুরাল পাগলার শতাধিক অনুসারী আহত হন এবং রাসেল মোল্লা নামে একজন নিহত হন। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যও আহত হন। পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় হামলাকারীরা।

পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় বাদী হয়ে ওই রাতেই গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এসআই মো. সেলিম মোল্লা। এখন পর্যন্ত ওই মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে নুরাল পাগলার মাজারে হামলার সময় রাসেল মোল্লাকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন তার বাবা আজাদ মোল্লা। গত ৮ সেপ্টেম্বর রাতে দায়ের করা এই মামলায় হত্যা, অগ্নিসংযোগ, মরদেহ পোড়ানো, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ আনা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত এই মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ