Views Bangladesh Logo

দুপুরের আগে ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের সাতটি জেলার ওপর দিয়ে দুপুরের আগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে।

এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে নদীপথে চলাচলে সাময়িক ঝুঁকি তৈরি হতে পারে। তাই নৌযান ও যাত্রীদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অতিরিক্ত সতর্কতা হিসেবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের হালকা প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় অবস্থানরতদের বজ্রপাত থেকে সুরক্ষিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ঝড়বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলেও তাৎক্ষণিকভাবে তীব্র হতে পারে। তাই সবাইকে সতর্কসংকেত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ