Views Bangladesh Logo

মৌসুমি বায়ুর প্রভাবে ৫ দিন বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা

 VB  Desk

ভিবি ডেস্ক

মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার থেকে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। যার ফলে দিন ও রাতের তাপমাত্রায় ধীরে ধীরে কমবে।

আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামের কিছু এলাকায়ও ভারী বৃষ্টি দেখা যেতে পারে।

এদিকে নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।, তবে এটি আগামী দিনগুলোতে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। এ সময়ে অধিকাংশ বিভাগে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং মাঝে মাঝে ভারি বর্ষণ হতে পারে। 


আবহাওয়াবিদ একে এম নাজমুল হক বলেন, ‘চলমান তাপপ্রবাহ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তারপর কমতে শুরু করবে। বর্তমানে দেশের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে ঢাকায় তাপমাত্রা বেশি।’

তিনি আরও জানান, ‘১৩ জুন থেকে বৃষ্টিপাতের পরিধি বাড়তে পারে। মৌসুমি বৃষ্টি এক-দুই দিনের মধ্যে শুরু হতে পারে এবং ১৫ জুনের পর তা আরও বাড়বে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ