ঢাকায় বৃষ্টি কমতে পারে আজ বিকেলে
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলের পর থেকে রাজধানীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, 'আজ বিকেলের পর বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। তবে এটি সাময়িক বিরতি। আগামী রোববার (১৩ জুলাই) থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে।'
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সারাদিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৫টি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া বইতে পারে। এসব এলাকায় দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সতর্কতা জারি করা অঞ্চলগুলো হলো: রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার।
এইসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে