Views Bangladesh Logo

দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বহু নেতা আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে মিছিল করতে গেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বেশ কয়েকজন নেতাকে দিল্লি পুলিশ আটক করেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পার্লামেন্ট ভবন থেকে শুরু হওয়া মিছিলটি ছিল বিরোধী ‘ইন্ডিয়া জোট’-এর আয়োজিত। এই মিছিলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শরদ পাওয়ারসহ দলের শীর্ষ নেতারা ও অন্যান্য বিরোধী এমপি অংশ নেন।

পুলিশ জানায়, এই মিছিলে আনুষ্ঠানিক অনুমতি নেয়া হয়নি। দুপুর পৌনে একটার দিকে ভারতীয় সংবাদমাধ্যমে রাহুল-প্রিয়াঙ্কাসহ বেশ কয়েকজন নেতার আটক হওয়ার খবর পাওয়া যায়।

বিহারের এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার তালিকা নিয়ে ভোটারদের যোগ্যতা ও জালিয়াতির অভিযোগ তুলে এই প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়।

নির্বাচন কমিশন বিহারে নতুন ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে। আধার কার্ড ও ভোটার কার্ড পুরোনো নিয়ম অনুযায়ী আর গ্রহণ করা হবে না। এখন ভোটারদের ১১ ধরনের বৈধ প্রমাণপত্রের যেকোনো একটি যেমন জন্ম সনদ, পাসপোর্ট, বন অধিকার সনদ বা সরকারি শিক্ষা সনদ জমা দিতে হবে। কংগ্রেসসহ ‘ইন্ডিয়া জোট’ এই সিদ্ধান্তের বিরোধিতা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ