Views Bangladesh Logo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্স-পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত। জনজীবনে তার দীর্ঘ কর্মজীবনে, তিনি বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।'

তিনি আরও যোগ করেন, 'তার পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।'

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ