Views Bangladesh Logo

ঢাকার নতুন জেলা জজ রফিকুল ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রফিকুল ইসলাম। বদলির আগে তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক ছিলেন।

সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

একইসঙ্গে জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ করা হয়েছে। সাব্বির ফয়েজ বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করছিলেন। এই দুই বিচারকসহ মোট ১০ বিচারককে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। আর জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনকে বদলি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ