Views Bangladesh Logo

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে জমাট মেঘ, আর রিমঝিম বর্ষণে প্রকৃতির নীরব সংগীত যেন অনুরণন তোলে হৃদয়ে। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখে, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন না ফেরার দেশে। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির কাছে কেবল বর্ষার আবহ নয়—এ এক বিষাদের স্মরণ, গভীর অভাবের অনুভব।

রবীন্দ্রনাথ শুধু একজন কবিই নন। তিনি গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, প্রবন্ধকার, শিক্ষাবিদ, সমাজচিন্তক ও চিত্রশিল্পী—সব মিলিয়ে এক বিস্ময়কর প্রতিভা।

১৯৪১ সালের ৬ আগস্ট, অর্থাৎ ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তখন তার বয়স ছিল ৮০ বছর। সেই প্রস্থান যেন আজও বাঙালির হৃদয়ে অনন্ত বিষাদের রূপ ধরে আছে। সময় যতই গড়িয়েছে, রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা ততই বেড়েছে—মানুষের চিন্তা, দর্শন, জীবনবোধে তিনি আজও দীপ্ত।

এক জীবনে তিনি রচনা করেছেন সাহিত্যের এক বিস্তৃত ভুবন—যেখানে কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, ভ্রমণকাহিনি, চিঠিপত্র, সমালোচনা, এমনকি চিত্রকলাও স্থান পেয়েছে। তার কলমের ছোঁয়ায় প্রতিটি ক্ষেত্রই হয়ে উঠেছে সোনালি। বাংলা ভাষাকে যেমন তিনি করেছেন সমৃদ্ধ, তেমনি বিশ্বসাহিত্যে এনে দিয়েছেন বাংলা সাহিত্যের মর্যাদা।

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ, যা বাংলা সাহিত্যকে এনে দেয় আন্তর্জাতিক গৌরব। তবে তার কীর্তি কেবল সৃষ্টিশীল সাহিত্যেই সীমাবদ্ধ ছিল না—সমাজ, শিক্ষা, অর্থনীতি ও রাষ্ট্র নিয়ে তার ভাবনা তাকে দাঁড় করিয়েছে অনন্য উচ্চতায়।

গ্রামীণ দরিদ্রতা বিমোচন ও গণশিক্ষার বিস্তারে তিনি উদ্যোগ নিয়েছিলেন নওগাঁর পতিসর, কুষ্টিয়ার শিলাইদহ এবং শান্তিনিকেতনে। কৃষকদের কল্যাণে গড়ে তুলেছিলেন কৃষি সমবায় ব্যাংক। এমনকি নোবেল পুরস্কারের অর্থের একটি অংশও তিনি এই ব্যাংকে দান করেন। তিনি বিশ্বাস করতেন, দেশজ মূল্যবোধকে কেন্দ্র করে বিকাশমান শিক্ষাব্যবস্থাই পারে জাতিকে এগিয়ে নিতে। সেই চিন্তা থেকেই গড়ে ওঠে শান্তিনিকেতন।

রবীন্দ্রনাথ ঠাকুর আজ আর কেবল একজন মানুষ নন—তিনি হয়ে উঠেছেন এক দর্শন, এক জীবনের আলো, এক চিরন্তন প্রেরণা। ২২ শ্রাবণ তাই আমাদের কাছে নিছক স্মরণ নয়—এ এক আত্মজিজ্ঞাসা, এক গভীর ঋণস্বীকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ