Views Bangladesh Logo

জামালপুরে র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার (৩৫) শ্বাসরোধ করে হত্যা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া।

নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা এবং র‍্যাব-২ এর উপপরিদর্শক (এসআই) মহর আলীর স্ত্রী। ঘটনার সময় তার ১১ বছরের মেয়ে নিথি আক্তার ঘরে উপস্থিত ছিল। দুর্বৃত্তরা তাকে ভয়ভীতি দেখায়। কয়েক বছর ধরে মা- মেয়ে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার রাতেই মা- মেয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে ঢুকে। চোরদের চিনে ফেলায় লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। পরে স্বর্ণালঙ্কার লুট করে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি বাচ্ছু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ