Views Bangladesh Logo

দুর্গাপূজার নিরাপত্তায় দেশজুড়ে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

 VB  Desk

ভিবি ডেস্ক

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‍্যাব সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করেছে র‍্যাব।

এ বছর সারা দেশে মোট ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকায় ৯৪টিসহ র‍্যাবের ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আগামী ৩ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

র‍্যাব ব্যাটালিয়নগুলো প্রতিটি জেলায় স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, নির্বাচিত জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে। র‍্যাব সদর দপ্তর সার্বক্ষণিক সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে দুর্গাপূজার সময় যে কোনো সন্দেহজনক কার্যকলাপ বা সাম্প্রদায়িক অস্থিরতা উস্কে দেয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে পূজার সময় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য জেলা নিয়ন্ত্রণ কক্ষ বা নির্ধারিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে নাগরিকদের উৎসাহিত করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ