Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে দুই বিদেশি অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় র‍্যাব। অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুটি তাজা গুলি এবং দুটি কার্তুজ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন-সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার বাসিন্দা খোরশেদ (৪৬), রিপন (৩০) এবং জয় (২৬)।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব এই অঞ্চলে সশস্ত্র অপরাধী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জের অন্যান্য এলাকায় সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এবং অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য এই অবৈধ বিদেশি অস্ত্র ব্যবহার করত। উদ্ধারকৃত কোনো অস্ত্রের বৈধ কাগজপত্র ছিল না।

র‍্যাব আরও জানায়, খোরশেদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি সাজাভোগ করে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রিপন ও জয় তার সহযোগী হিসেবে পরিচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ