ঢাকায় সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, গ্রেপ্তার ৬
সেনা কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ঢাকা ও সাভারে অভিযান চালিয়ে ছয় সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। সোমবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল রানা ওরফে মিলন, ভুয়া কর্নেল তৈয়ব ওরফে মোস্তাক। তাদের সঙ্গে ধরা পড়া চার সহযোগী হলেন মো. সজীব মুন্সি, শামীম আহমেদ ,মো. মওলাদ আলী খান এবং সোহেল রানা ওরফে জিন্নাহ।
অভিযানে একটি প্রাইভেটকার, সাতটি মোবাইল ফোন, দুটি ভুয়া নিয়োগপত্র ও নগদ ৯৫ হাজার ২০০ টাকা উদ্ধার করে র্যাব। এছাড়া সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
মঙ্গলবার মিরপুরে র্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার শাহাবুদ্দিন কবির জানান, সোহেল রানা নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযোগে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সাফিপুর আনসার ব্যাটালিয়ন একাডেমিতে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েন ভুক্তভোগীর ছোট ভাই। এর কিছুক্ষণ পর অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে নিজেকে ‘মেজর সোহেল’ পরিচয় দেন এবং জানান, প্রভাবশালী কর্মকর্তাদের মাধ্যমে ১২ লাখ টাকায় আনসার ব্যাটালিয়নে চাকরি পাওয়া সম্ভব।
পরবর্তীতে ভুক্তভোগী প্রথমে ব্যাংকের মাধ্যমে ৪ লাখ টাকা এবং পরে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ১ লাখ টাকা দেন প্রতারকদের হাতে। এর বিনিময়ে তারা একটি ভুয়া নিয়োগপত্র সরবরাহ করে। নিয়োগপত্রে অসংগতির বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী র্যাবকে বিষয়টি জানান।
র্যাব জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীদের টার্গেট করে প্রতারণা চালাচ্ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে