Views Bangladesh Logo

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, টেকনাফে কম্পন অনুভূত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গোপসাগরে সৃষ্ট হালকা মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প নজরদারি প্ল্যাটফর্ম ‘ভলকানো ডিসকভারি’ জানায়, টেকনাফে কম্পনের তীব্রতা খুবই সামান্য ছিল, ফলে অধিকাংশ মানুষ তা টের পাননি। তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এর এক সপ্তাহ আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সাম্প্রতিক বছরের মধ্যে এটিই ছিল অন্যতম তীব্র কম্পন। ভয়াবহ কাঁপুনিতে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন; বিভিন্ন ভবনে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

নরসিংদীকে কেন্দ্র করে হওয়া ওই ভূমিকম্পে সারাদেশে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ