ডাকসু নির্বাচন
বিভিন্ন ছাত্র সংগঠনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কাদেরের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের বিরুদ্ধে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের এই অভিযোগ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের অংশগ্রহণ ভালো আছে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মনে হচ্ছে। কিন্তু কিছু অসঙ্গতিও দেখলাম। কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন যে, তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আর বিশৃঙ্খল পরিবেশও দেখেছি। ১০০ গজের মধ্যে স্লিপ কিংবা টোকেন দেয়া যাবে না। কিন্তু এমন শৃঙ্খলা মানা হয়নি। তবে নির্বাচন কমিশন ঠিক থাকলে ভালো কিছু সম্ভাবনা আছে।’
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩ ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।
নির্বাচনে ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলের প্রতিটিতে ১৩টি করে মোট ২৩৪টি পদের জন্য লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী অর্থাৎ একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে।
এবারের ডাকসু নির্বাচনে ১০টিরও বেশি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিনটি বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে