Views Bangladesh Logo

পাইক্রফট পাকিস্তানের কাছে ক্ষমা চাননি, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

শিয়া কাপ ক্রিকেটে ‘করমর্দন বিতর্ক’ নতুন মোড় নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পাকিস্তানের দাবিকে অস্বীকার করেছে যে, ম্যাচ আম্পায়ার অ্যান্ডি পাইক্রফট ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অভিযোগ ছিল, পাইক্রফট ভারতের সঙ্গে ম্যাচে টসের সময় অধিনায়কদের করমর্দনে বাধা দিয়েছিলেন। খেলার পরে করমর্দন থেকে বিরত ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররাও। পরে, পাইক্রফটকে অপসারণের দাবি এবং সংযুক্ত আরব আমিরাতের খেলা বয়কটের হুমকি দেয় পিসিবি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দাবিটি প্রত্যাখ্যান করলে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচেও আম্পায়ারিং করেন পাইক্রফট।

ম্যাচটির আগে পিসিবি জানায়, পাইক্রফট ভুল বোঝাবুঝির কথা স্বীকার এবং টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা ও অধিনায়ক সালমান আগার কাছে ক্ষমা চেয়েছেন। পাকিস্তান এমনকি বৈঠকের ভিডিওচিত্রও প্রকাশ করেছে, যদিও এতে কোনো অডিও ছিল না।

তবে, টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কোনো ক্ষমা চাওয়া হয়নি। কেবল পাইক্রফট, কোচ মাইক হেসন, চিমা ও আগার সাথে স্পষ্টীকরণ বৈঠক করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কোনো ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, বিশেষ করে এমন কারো কাছ থেকে যিনি কোনো ভুল করেননি’।

আইসিসিও পুনর্ব্যক্ত করেছে, পাইক্রফট কোনো নিয়ম লঙ্ঘন করেননি এবং আচরণবিধির মধ্যে থেকে কাজ করেছেন। জোর দিয়ে বলেছে, দলের অনুরোধে ম্যাচ কর্মকর্তাদের পরিবর্তন করা যাবে না। বিতর্ক সত্ত্বেও, পাকিস্তান নির্ধারিত সময়সূচি অনুসারে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলেছে এবং এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ে উন্নীত হয়েছে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ