যথাযথ নিয়ম মেনে ‘পুশ-ইন’ করা হচ্ছে, দাবি বিএসএফ ডিজির
যথাযথ নিয়ম মেনে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ‘পুশ-ইন’ করা হচ্ছে বলে দাবি করেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) দালজিৎ সিং চৌধুরী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএসএফ ডিজি বলেন, শুধুমাত্র যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরই নিয়ম মেনে পুশ-ইন করা হচ্ছে। এখন পর্যন্ত ৫৫০ জনকে বিজিবির হাতে তুলে দেয়া হয়েছে। এ সংক্রান্ত ২৪০০ জনের বিষয়ে যাচাই প্রক্রিয়া চলছে। বাংলাদেশ হাইকমিশন আমাদের সহযোগিতা করছে।
সংবাদ সম্মেলনে অবৈধ অনুপ্রবেশকারীদের, বিশেষ করে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নাগরিকদের প্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, এটি সীমান্তে উত্তেজনা এবং মানবিক চ্যালেঞ্জ বাড়াচ্ছে।
এ ধরনের ঘটনা মোকাবেলায় আন্তর্জাতিক মান ও সম্মত পদ্ধতি মেনে চলার গুরুত্বের ওপর জোর দেন বিজিবি মহাপরিচালক। জবাবে বিএসএফ মহাপরিচালক আশ্বস্ত করেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এবং এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ।
চার দিনব্যাপী ৫৬তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা, চোরাচালান, বিদ্রোহী তৎপরতা ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে উভয় পক্ষ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে