রাজবাড়ীতে পাম্পকর্মীকে ‘গাড়িচাপা হত্যা’, চালকসহ বিএনপি নেতা আটক
রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের এক কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তেলের টাকা চাইতে গেলে কালো রঙের একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কর্মীর নাম রিপন সাহা (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে সদর উপজেলার বড় মুরারীপুর গ্রাম থেকে গাড়িটি জব্দ করা হয়। এ সময় গাড়ির মালিক আবুল হাসেম ও চালক কামাল হোসেনকে আটক করা হয়। আবুল হাসেম (৫৫) রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সাবেক সভাপতি। তিনি পেশায় একজন প্রথম শ্রেণির ঠিকাদার।
ফিলিং স্টেশনের কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, ভোররাতে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি পাম্পে এসে প্রায় পাঁচ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়েই গাড়িটি চলে যেতে চাইলে রিপন সাহা বাধা দেন। তখন গাড়িটি দ্রুত চালিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যান চালক। ঘটনাস্থলেই রিপন সাহার মৃত্যু হয়।
ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তেল নেওয়ার পর গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন রিপন সাহা ও আবুল হাসেম। কিছুক্ষণ পর আবুল হাসেম গাড়িতে ওঠেন। গাড়ি চলতে শুরু করলে রিপন দৌড়ে পিছু নেন। একপর্যায়ে তাকে চাপা দিয়ে গাড়িটি চলে যায়।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, রিপন সাহা টাকার জন্য গাড়ির পিছু নিয়ে ঢাকা–খুলনা মহাসড়ক পর্যন্ত দৌড়ান। পরে মহাসড়কে তার মাথা ও মুখ থেতলানো মরদেহ পড়ে থাকতে দেখা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক আবুল হাসেমের বিরুদ্ধে আগেও অস্ত্র আইনের মামলা ছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দৌলতদিয়া যৌনপল্লি এলাকা থেকে তাকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, আটক দুজনকে থানা–হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে