মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া এভিনিউতে না যাওয়ার অনুরোধ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া এভিনিউ এর দিকে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।
এদিকে খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।
পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাজাকে কেন্দ্র করে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং ওই পথে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে