Views Bangladesh Logo

চট্টগ্রাম বন্দরের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

ট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম নগর পুলিশ।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আমদানি-রপ্তানি কার্যক্রম যেন নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন থাকে, সে জন্যই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড় এবং সল্টগোলা ক্রসিংসহ পুরো বন্দর এলাকায় রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন বা সামাজিক সংগঠনের যেকোনো ধরনের মিছিল, মানববন্ধন, সভা বা পথসভা ১১ অক্টোবর থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত নিষিদ্ধ থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৩০ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা দেয়া হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার পণ্যবাহী যানবাহন চট্টগ্রাম বন্দরে যাতায়াত করে। এসব এলাকায় সভা-সমাবেশ ও মানববন্ধনের কারণে যানজট তৈরি হয় এবং আমদানি-রপ্তানির কাজে বিঘ্ন ঘটে, যা জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ