সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে তাকে।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে গৃহীত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৮ আগস্ট মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন সচিব করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা।
তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই পদায়ন ও পদোন্নতি নিয়ে প্রশাসনে অসন্তোষ ও বিশৃঙ্খলা দেখা দেয়। সচিব, সংস্থাপ্রধান ও জেলা প্রশাসক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এসব নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে