বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে শনিবার (১৩ ডিসেম্বর) থেকে সোমবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাধারণ জনগণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দিবসটিকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ ধুয়েমুছে পরিষ্কার করা হচ্ছে এবং রং-তুলি, আলপনা ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুরো প্রাঙ্গণ।
কর্তৃপক্ষ জানায়, ১৬ ডিসেম্বর ভোরে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা পুষ্পস্তবক অর্পণ করার সময়ও সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে। মহান বিজয় দিবস পালনে স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
জনগণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। শনিবার সকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে স্মৃতিসৌধ ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দর্শনার্থীদের জন্য জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা উন্নত করা হয়েছে এবং পোশাকে ও সাদা পোশাকে চার হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীরা যতক্ষণ উপস্থিত থাকবেন, ততক্ষণ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানান তিনি।
সরেজমিনে দেখা গেছে, স্মৃতিসৌধের পাকা অংশে ধোয়ামোছা চলছে, ইট ঘষে খয়েরি ও সাদা রং করা হচ্ছে। পাশাপাশি লেক সংস্কার, সিসিটিভি ক্যামেরা ও এলইডি লাইট স্থাপন, ফুলের গাছ দিয়ে সাজসজ্জা এবং আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুরো এলাকা পরিষ্কার করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীসহ লাখো মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসবেন। এ উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে স্মৃতিসৌধ কমপ্লেক্সের সৌন্দর্য বর্ধনসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, গত ৬ নভেম্বর থেকে পালাক্রমে এ প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বিজয় দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না। পাশাপাশি পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ক্ষতি না করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে