Views Bangladesh Logo

ক্লাব বিশ্বকাপে রিয়ালকে ৪ গোলে উড়িয়ে ফাইনালে পিএসজি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৪-০ গোলের অবিশ্বাস্য জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)।

বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল মাদ্রিদকে পুরোপুরি বিধ্বস্ত করে কোচ লুইস এনরিকের দল। রোববার (১৩ জুলাই) ফাইনালে চেলসির মুখোমুখি হবে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চাপে রাখে পিএসজি। মাত্র ৬ মিনিটেই ওসমান ডেম্বেলের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইজ। এরপর ৯ মিনিটে রিয়ালের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগারের ভয়াবহ ভুলে গোল করেন ডেম্বেলেই।

২৪তম মিনিটে হাকিমির অ্যাসিস্ট থেকে রুইজ নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে কার্যত রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ফরাসি জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল। বরং ৮৭তম মিনিটে গনসালো রামোস পিএসজির হয়ে চতুর্থ গোল করে ম্যাচে শেষ ছাপ রাখেন। গোলের পর প্রয়াত জাতীয় দল সতীর্থ দিয়োগো জোটাকে শ্রদ্ধা জানিয়ে উদযাপন করেন রামোস। উল্লেখ্য, ৩ জুলাই এক সড়ক দুর্ঘটনায় দিয়োগো ও তার ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান।

পিএসজির হয়ে এক সময় আলো ছড়ানো কিলিয়ান এমবাপে, যিনি এখন রিয়ালের হয়ে খেলছেন, সাবেক ক্লাবের বিপক্ষে ছিলেন নিষ্প্রভ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রও ছিলেন রীতিমতো নীরব।

এই জয়ের মাধ্যমে পিএসজি ক্লাব বিশ্বকাপে তাদের প্রথম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ