Views Bangladesh Logo

৪৪তম বিসিএসে শূন্য পদে ১,৬৯০ জনকে নিয়োগের সুপারিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদে নিয়োগের জন্য ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২০টি পদে কাউকে মনোনয়ন দেওয়া যায়নি। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা ও বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ঠিকানায় পাওয়া যাবে।

পিএসসি জানিয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সবার জন্য কাঙ্ক্ষিত ক্যাডারে সুপারিশ করা সম্ভব হয়নি। যারা এবার মনোনয়ন পাননি, তাদের নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের জন্য সরকারের চাহিদা অনুযায়ী মেধাক্রম ও নিয়ম অনুসারে পরবর্তী সময়ে সুপারিশ করা হবে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এতে ১ হাজার ৭১০টি পদে নিয়োগের জন্য প্রার্থী আহ্বান করা হয়। তবে নানা জটিলতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রায় চার বছর পর এই ফল প্রকাশ হলো।

২০২৪ সালের এপ্রিলে মৌখিক পরীক্ষা শুরু হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতনের পর একাধিকবার পরীক্ষা স্থগিত হয়। পরে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় পিএসসি। সেই পরীক্ষার ভিত্তিতেই সোমবার রাতে চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।

এর আগে পিএসসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ৩০ জুনের মধ্যে ৪৩তম, ৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএসের অগ্রগতি ও ফল প্রকাশের কথা ছিল। ৪৪তম বিসিএসের ফল সেই নির্ধারিত দিনেই প্রকাশ করা হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ