Views Bangladesh Logo

পিএসসিতে নতুন তিন সদস্য নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন তিনজন সদস্যকে নিয়োগ দিয়েছে সরকার।

নিয়োগ প্রাপ্তরা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মো. মহিউদ্দিন।

বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে সদস্য পদে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা ১৫ জন। নতুন তিনজন যোগ হলে এ সংখ্যা দাঁড়াবে ১৮ জনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ