‘ওয়ান বিসিএস ওয়ান ইয়ার’ নীতি বাস্তবায়নের ঘোষণা পিএসসির
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সরকারি চাকরিতে নিয়োগপ্রক্রিয়ার বিলম্ব কমাতে ‘ওয়ান বিসিএস ওয়ান ইয়ার’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এই নীতির আওতায় বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফল প্রকাশ—পুরো প্রক্রিয়াটি এক বছরের মধ্যে সম্পন্ন করা হবে।
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাস্বের মোনেম মঙ্গলবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উপলক্ষে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
তিনি বলেন, বিসিএস পরীক্ষার জট কমাতে কমিশন ইতিমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছে এবং এখন প্রতিটি বিসিএসের নিয়োগপ্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার জন্য কাজ করা হচ্ছে। এর ফলে প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পিএসসি চেয়ারম্যান আরও জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে এমন অনিয়মের কোনো সুযোগ নেই।
প্রতিবছর শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে আয়োজন করা হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ আয়োজন করে থাকে।
পিএসসি জানায়, ৫০তম বিসিএস পরীক্ষায় বসতে মোট ২৯০,৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে