আজ প্রকাশ হয়নি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার
হামলার ঘটনায় কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশের শীর্ষ দুটি সংবাদপত্র প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার প্রকাশিত হয়নি। একই সঙ্গে পত্রিকা দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে শুক্রবার কোনো সংখ্যা প্রকাশ করা সম্ভব হবে না। তারা বিষয়টি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে নিশ্চিত করেন।
জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি রাজধানীতে প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিস ভবনে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। এ সময় পত্রিকা দুটির একাধিক সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীদের সরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের ভেতরে আটকে পড়া সাংবাদিক ও কর্মীদের নিরাপদে উদ্ধার করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে