ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা উত্তাল হয়ে ওঠে।
ঝালকাঠি ও পিরোজপুরে বিক্ষোভ:
ঝালকাঠিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এনসিপি, নাগরিক অধিকার সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ। পিরোজপুরে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
কিশোরগঞ্জ ও লক্ষ্মীপুরে আন্দোলন:
কিশোরগঞ্জে শহীদি মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে সড়ক অবরোধে পরিণত হয়। লক্ষ্মীপুরে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সেখানে ‘হাদি ভাইর রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’ স্লোগান দেওয়া হয়।
গাজীপুর ও রাজধানীতে উত্তাল পরিস্থিতি:
গাজীপুরে ডুয়েট শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঢাকায় শিমুলতলী সড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীদের দাবি:
বিক্ষোভকারীরা হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের বক্তব্য, শরীফ ওসমান হাদির মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতীক হয়ে থাকবে এবং দেশের মানুষ এ ধরনের নৃশংসতা আর মেনে নেবে না।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স-কালভার্ট এলাকায় মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে