Views Bangladesh Logo

ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

রিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (৫ আগস্ট) সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রা। এতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক এবং ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত যানবাহন আটকা পড়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, সকাল ৮টা থেকে ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের পুখুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল চলছে। এছাড়া ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড পর্যন্তও গ্রামবাসীরা মহাসড়ক অবরোধ করেছেন।

ওসি বলেন, ভাঙ্গার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে কয়েকটি গ্রামের বাসিন্দারা ফুঁসে উঠেছেন। তারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহাসড়ক থেকে সরবেন না। এ কারণে অন্তত ৩ ঘণ্টা ধরে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ এবং হাইওয়ে পুলিশ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছে।

বিক্ষোভে অংশ নেয়া স্থানীয়রা জানান, 'আমাদের গ্রামকে বিচ্ছিন্ন করে মা-মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। আমরা এই সিদ্ধান্ত মানব না। আমাদের গ্রাম পুনরায় ভাঙ্গা উপজেলার মধ্যে ফিরিয়ে দেয়া হোক। তা না হলে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ