Views Bangladesh Logo

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে থেকে সরে গেছে বিক্ষোভকারীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা সরে যান।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে খুলশী এলাকায় হাইকমিশনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের সরানোর চেষ্টা করলেও কিছু সময়ের মধ্যে আবারও তারা সেখানে জড়ো হন।

বিক্ষোভকারীরা স্লোগান দেন: “ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও”, “আমরা সবাই হাদি হবো, গুলির মুখে লড়ে যাবো”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না”। তাদের অবস্থানের কারণে এক পর্যায়ে জিইসিমুখী উভয়মুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে রাত ১২টা ৫৫ মিনিটে বিক্ষোভকারীরা হাইকমিশনের সামনের সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে দায়িত্বে থাকেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ