Views Bangladesh Logo

৪ ঘণ্টা পর ভাঙ্গায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার

রিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসের ভিত্তিতে টানা চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক ও সাড়ে ১২টার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, দুপুরে ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে এসে তাদের দাবির প্রতি সহমত জানান এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। তিনি ভোগান্তি বিবেচনায় অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলে স্থানীয়রা তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

ভাঙ্গার বাসিন্দা কাজী আরিফ বলেন, 'আমরা মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে আবারও কর্মসূচি ঘোষণা করব।'

ইউএনও মিজানুর রহমান বলেন, ভাঙ্গা একটি ঐতিহ্যবাহী উপজেলা। বিভাজন ঠেকাতে যা যা করণীয় সবই করা হবে।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, অবরোধকারীরা মহাসড়কের অন্তত পাঁচটি স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। তবে কোনো সহিংসতা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনত হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ