৫ দফা দাবিতে বাংলা একাডেমি ঘেরাও জাতীয়তাবাদী লেখক ফোরামের
বাংলা একাডেমি প্রকাশিত ‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ শীর্ষক কাব্যগ্রন্থ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী লেখক ফোরাম।
রোববার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে সংগঠনের প্রায় ২০ জন সদস্য একাডেমির প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সংকলনটি অবিলম্বে প্রত্যাহার এবং সংশ্লিষ্ট সম্পাদকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বক্তারা বলেন, সংকলনে অন্তর্ভুক্ত ২৭টি কবিতা ‘ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী’ আদর্শের অনুসারী লেখকদের লেখা। বাংলা একাডেমির মতো রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এমন পক্ষপাতদুষ্ট প্রকাশনা অনভিপ্রেত।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সম্পাদকদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করেছেন এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে সম্পাদনার মতো দায়িত্ব পালনের জন্য তারা যোগ্য নন।
ঘেরাও কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—সংকলনটি প্রত্যাহার, সম্পাদকদের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা, সম্পাদকদের যোগ্যতা যাচাই, নতুন সম্পাদনা বোর্ড গঠন এবং একাডেমির অভ্যন্তরে কর্তৃত্ববাদী চিন্তার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজা বলেন, “বাংলা একাডেমি কেবল একটি প্রকাশনা প্রতিষ্ঠান নয়, এটি জাতির বুদ্ধিবৃত্তিক বিবেকের প্রতীক। সেখানে পক্ষপাতদুষ্ট ও অনভিজ্ঞ সম্পাদনা কাঙ্ক্ষিত নয়।”
পরে সংগঠনের একটি প্রতিনিধি দল বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে স্মারকলিপি জমা দেয়। দাবি আদায়ে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে ফোরামের নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে