আইজিপি বাহারুল আলমকে বরখাস্তের দাবিতে শাহবাগ অবরোধ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার বিকেল তিনটার দিকে শুরু হওয়া এ অবরোধে ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেয়, ফলে শাহবাগ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পিন্টু হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করে রেখেছে এবং বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
অবরোধ কর্মসূচির বক্তৃতায় শহীদ পিন্টু স্মৃতি পরিষদের সভাপতি ফরহাদ আহমেদ ডলার তৎকালীন এসবি প্রধান ও বর্তমান পুলিশপ্রধান বাহারুল আলমকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান। দাবি মানা না হলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি।
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত স্বাধীন তদন্তকমিটির প্রতিবেদনে বর্তমান আইজিপির নাম ওঠার পর থেকেই তাকে অপসারণ ও বিচার নিশ্চিতের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। একই দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও জমা দিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে