রাজশাহীতে ট্রেন বরাদ্দ নিয়ে অসন্তোষ, রেললাইন অবরোধ
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহী থেকে ঢাকাগামী বিশেষ ট্রেনের মান ও প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে রাজশাহী রেল স্টেশনে এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ধরে রেল যোগাযোগ বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আয়োজকদের জন্য রেল মন্ত্রণালয় ৫৪৮ আসনের একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেয়, যার ভাড়া নির্ধারণ করা হয় ৪ লাখ ৮৫ হাজার টাকা। তবে স্টেশনে গিয়ে অনেক যাত্রী ট্রেনটিকে যাত্রার উপযোগী মনে না করায় সকাল ৭টা ১৫ মিনিটে তারা রাজশাহী স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
পাঁচ মিনিট পর সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা থাকা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটিও শিক্ষার্থীরা আটকে দেন। এরপর আন্দোলনকারীরা দুটি দলে বিভক্ত হয়ে পড়েন—একদল শেষ পর্যন্ত বিশেষ ট্রেনে যাত্রা করতে রাজি হন, আরেকদল প্রায় ৩৫ জন যাত্রী সিল্কসিটি এক্সপ্রেসে রওনা দেন।
রাজশাহী রেলস্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছিল। তবে সকাল ৮টা ৫ মিনিটে বিশেষ ট্রেনটি ছেড়ে যায় এবং বাকিদের সিল্কসিটিতে স্থানান্তর করা হয়।
বিক্ষোভ চলাকালে উত্তেজনা থাকলেও কোনো সহিংসতা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে