Views Bangladesh Logo

ফরিদপুরে আবারও দুই মহাসড়ক অবরোধ

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজও দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এর ফলে ৪টি প্রবেশমুখে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছেন স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা ।

সীমানা পুনর্নির্ধারণের বিরুদ্ধে এটিই প্রথম প্রতিবাদ নয়। এর আগেও মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরসহ দুটি মহাসড়ক অবরোধ করে মূল সীমানা পুনর্বহালের দাবি জানিয়েছিলেন। এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে এবং বাঁশের ব্যারিকেড তৈরি করে মহাসড়কের ৯টি স্থানে অবরোধ সৃষ্টি করেন।

এই অবরোধের ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার কারণে সাধারণ যাত্রী ও যাতায়াতকারীরা চরম ভোগান্তির শিকার হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ