ফরিদপুরে আবারও দুই মহাসড়ক অবরোধ
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজও দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দারা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এর ফলে ৪টি প্রবেশমুখে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছেন স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা ।
সীমানা পুনর্নির্ধারণের বিরুদ্ধে এটিই প্রথম প্রতিবাদ নয়। এর আগেও মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরসহ দুটি মহাসড়ক অবরোধ করে মূল সীমানা পুনর্বহালের দাবি জানিয়েছিলেন। এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে এবং বাঁশের ব্যারিকেড তৈরি করে মহাসড়কের ৯টি স্থানে অবরোধ সৃষ্টি করেন।
এই অবরোধের ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার কারণে সাধারণ যাত্রী ও যাতায়াতকারীরা চরম ভোগান্তির শিকার হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে