Views Bangladesh Logo

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ বলে গণমাধ্যমে মন্তব্য করার প্রতিবাদে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ–মীরগঞ্জ এলাকার সর্বস্তরের মানুষের ব্যানারে নারী–পুরুষ এ বিক্ষোভে অংশ নেন। লোহালিয়া গ্রাম থেকে শুরু হয়ে মিছিলটি মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা বলেন, ব্যারিস্টার ফুয়াদ গণমাধ্যমে বাবুগঞ্জের মানুষকে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করেছেন। কেন তিনি এমন মন্তব্য করলেন—তার ব্যাখ্যা চান তারা। পাশাপাশি কটূক্তির প্রতিবাদ এবং তার বিচার দাবি করেন।

জানা গেছে, মুলাদী–বাবুগঞ্জ নিয়ে গঠিত বরিশাল–৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ফুয়াদ। জন্মসূত্রে তিনি বাবুগঞ্জের বাসিন্দা। গত ৮ ডিসেম্বর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি গণমাধ্যমকে বলেন, ব্রিজ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে স্থানীয় কিছু লোক চাঁদা দাবি করেছে।

তার ওই মন্তব্যের পরদিনই বাবুগঞ্জের মানুষ তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং এক পর্যায়ে তাকে হেনস্তাও করা হয়। পরে উপজেলা ছাত্রদল ফুয়াদকে বাবুগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।

এরপরের দিন বরিশাল প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ