অননুমোদিত মোবাইল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ
আগামী ১৬ ডিসেম্বর থেকে অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা।
বিক্ষোভকারীরা এসময় রাস্তা অবরোধ করলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ ব্যবসায়ী ও কর্মচারী রোববার দুপুর ১টার দিকে কারওয়ান বাজারের কাছে জড়ো হন। পরে তারা একটি মিছিল বের করেন, যা বাংলামোটর ও কারওয়ান বাজার ঘুরে আসে।
আন্দোলনকারীরা জানান, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা করা 'অসম্ভব' হয়ে পড়েছে, আর সে কারণেই তারা আন্দোলনে নেমেছেন।
'সরকার আমাদের দাবি না মানলে সারা দেশের লাখো মোবাইল ফোন ব্যবসায়ীর অংশগ্রহণে আমরা ঢাকায় মহাসমাবেশ করব', বলেন তারা।
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ ঢাকাসহ দেশের অনেক মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে