Views Bangladesh Logo

নোবিপ্রবির ছাত্রী হলের কক্ষে ঢুকে পুরুষ কর্মচারীদের তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ

 VB  Desk

ভিবি ডেস্ক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রী হলের কক্ষে ঢুকে পুরুষ কর্মচারীদের তল্লাশি চালানোর অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়টির হজরত বিবি খাদিজা হলে এ ঘটনা ঘটার পর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হলের ছাত্রীদের অভিযোগ, বিভিন্ন হলে বৈদ্যুতিক চুলাসহ নিষিদ্ধসামগ্রী উদ্ধারের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয়। এ সময় পূর্বানুমতি ছাড়াই ছাত্রীদের একাধিক কক্ষে প্রবেশ করেন পুরুষ কর্মচারীরা। এতে ছাত্রীরা অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।

এ ঘটনার প্রতিবাদে গতকাল রাত সাড়ে ১১টার দিকে হজরত বিবি খাদিজা হলের নিচতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে রাত সোয়া ১টার দিকে প্রভোস্ট অধ্যাপক আব্দুল কাইয়ুম মাসুদ ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা সেখানে এসে ছাত্রীদের বক্তব্য শোনেন এবং এ বিষয়ে তদন্তের আশ্বাস দেন তারা। রাত ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষ হয়।

এ প্রসঙ্গে হলের একজন ছাত্রী বলেন, ‘পুরুষ কর্মচারীরা যখন ঘরে ঢোকে, তখন নিজেকে ঢাকার সময়ও পাইনি। এটা ভীতিকর ও লজ্জাজনক অভিজ্ঞতা ছিল।”

আরেক ছাত্রী বলেন, তিনি কয়েক দিন ধরে অসুস্থ। আজ বিভাগে পরীক্ষা থাকায় তিনি গ্রামের বাড়ি থেকে গতকাল হলে এসে ঘুমিয়ে পড়েন। এর মধ্যে দরজা ধাক্কানোর শব্দে তার ঘুম ভাঙে। হঠাৎ এমন শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। দরজা খুলতেই হলের একজন পুরুষ কর্মচারী কক্ষে ঢুকে এদিক-সেদিক তল্লাশি করতে থাকেন।

ছাত্রী হলের কক্ষে পুরুষ কর্মীদের দিয়ে তল্লাশি অভিযান এবং সেই হলের জন্য পুরুষ প্রভোস্ট নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন শিক্ষার্থী আল মাহমুদ। তিনি এই ঘটনাকে “দায়িত্বজ্ঞানহীন” বলে অভিহিত করে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

এ বিষয়ে প্রভোস্ট আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ‘গতকাল বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত ছাত্রী হলের শূন্য আসনের তালিকা তৈরি এবং রান্নার জন্য ব্যবহৃত অবৈধ বৈদ্যুতিক চুলা উদ্ধারে হল প্রশাসন অভিযান চালায়। অভিযানের কারণে রাত সাড়ে আটটা পর্যন্ত হল প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলে অবস্থান করেছেন। তখন পর্যন্ত কোনো ছাত্রীর কাছ থেকে অভিযোগ আসেনি। রাতে ছাত্রীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছেন।’

তিনি আরও বলেন, ‘ছাত্রী হলে ছাত্রীদের কক্ষে কোনো পুরুষ কর্মচারী ঢোকার সুযোগ নেই। কেউ যদি ঢুকে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ